বর্ণবাদকে ঘৃণা করেন মুশফিক

শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদবিরোধী বিক্ষোভের আগুন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে মানুষ নিজ নিজ দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে হওয়া বর্ণ বৈষম্যের প্রতিবাদ জানাচ্ছে। এবার আওয়াজ তুললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

বর্ণবাদের বিরুদ্ধে নিজের অবস্থান পরিস্কার করে মুশফিক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। আর ক্যাপশনে তিনি বর্ণবাদের ঘৃণা করেন বলে জানান।

একটি ছবি পোস্ট করেন মুশফিক, যেখানে প্ল্যাকার্ড ঝুলিয়ে রাখেন। তাতে লেখা রয়েছে, আই হেইট রেসিজম। সে নো টু রেসিজম। ক্যাপশনে লিখেন, আমি বর্ণবাদকে ঘৃণা করি। বর্ণবাদকে না বলুন।

মুশফিক এর আগে শহীদ আফ্রিদির করোনা পজিটিভের খবরে টুইটারে সমবেদনা জানান। তিনি পাকিস্তানের সাবেক অধিনায়কের জন্য দোয়া চেয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ