আগামী ১৮ অক্টোবর থেকে ১ নভেম্বর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ
অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে এবছর বিশ্বকায়
আয়োজন সম্ভব নয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলেছেন, এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়।
মানি আরও বলেছেন, আমার মতে এই বছর বিশ্বকাপ আয়োজন না করে বরং ২০২১ বা ২০২৩
সালে আয়োজন করা যেতে পারে। কারণ এই সময়ে আইসিসির কোনো টুর্নামেন্ট নেই।
কারণ এখন যদি বিশ্বকাপ আয়োজন করা হয় আর কোনো দলের তারকা ক্রিকেটার যদি
করোনায় আক্রান্ত হয়ে পড়েন তাহলে অন্যদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে যাবে এতে
জীবনের ঝুঁকিও আছে।
বুধবার সংবাদ মাধ্যমকে মানি বলেছেন, এবছর বিশ্বকাপ আয়োজন করা অস্ট্রেলিয়ার
জন্য বড় চ্যালেঞ্জ, যদিও তারা কোভিড-১৯ নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এই
পরিস্থিতি বিশ্বকাপ আয়োজন সম্ভব বলে আমি মনে করি না।
0 মন্তব্যসমূহ